বৃষ্টি নামলো যখন

বৃষ্টি নামলো যখন

সৈয়দ সাখাওয়াৎ

বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম তুমি খবর নেবে
খবর তো নয়, বেজে উঠলো বিরহ সঙ্গীতে
অথচ মেঘ নেমেছিলো আমার চোখেও কত
দ্যাখেনি কেউ, না দেখাতে পুড়ছি সম্ভবত
এমন কত মেঘ জমে যায়, ভোরের কাছে যেতে
এই বরষায় না হয় দুঃখ নিয়েছি হাত পেতে
হাতের কাছে অনঘ প্রেমের বাঁশি অনাবৃত
বৃষ্টি নামুক দু’চোখ ব্যাপে– বর্ষা সমাদৃত
আমার না হয় ঘাট হয়েছে অন্ধ জলে মেখে
তোমার কেন মন পুড়েনা, নাও না টেনে বুকে?

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।