সৈয়দ সাখাওয়াৎ
বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম তুমি খবর নেবে
খবর তো নয়, বেজে উঠলো বিরহ সঙ্গীতে
অথচ মেঘ নেমেছিলো আমার চোখেও কত
দ্যাখেনি কেউ, না দেখাতে পুড়ছি সম্ভবত
এমন কত মেঘ জমে যায়, ভোরের কাছে যেতে
এই বরষায় না হয় দুঃখ নিয়েছি হাত পেতে
হাতের কাছে অনঘ প্রেমের বাঁশি অনাবৃত
বৃষ্টি নামুক দু’চোখ ব্যাপে– বর্ষা সমাদৃত
আমার না হয় ঘাট হয়েছে অন্ধ জলে মেখে
তোমার কেন মন পুড়েনা, নাও না টেনে বুকে?