সুর আর সঞ্চারী

সুর আর সঞ্চারী

সৈয়দ সাখাওয়াৎ

বড় অসময়ে এলে—দূর গ্রহাণুপুঞ্জের মতো
দূরে দূরেই রইলে, দ্যাখি—বিহ্বল চোখের ভাষা
যেন জড়িয়ে রেখেছো চিরকালের নিষেধ গান
শুধু মনে পড়ে যায়, এখানে উষ্ণতা মিশে ছিলো
সেইখানে আজো আছি, কতদূরে বয়ে গেলো নদী!
তুমিও হেঁটেছো দূরে—স্মৃতিমগ্ন জোনাকের বন
দিনগুলো মেতেছিলো, আজও তার দীঘল ছায়া—
আমার চোখের কাছে পড়ে আছে স্মারক পাথর
আমার শরীরে তাই বেজে যায় সঞ্চারিত সুর
যে সুরে তুমুল বন কেঁপে ওঠে পথের হাওয়া
দিগন্তে উদাস চোখ স্পর্শের অবারিত চাওয়া
বাড়ায় তৃষ্ণা কেবল—সুর আর সঞ্চারী যেমন

১০ জানুয়ারি ২০২৫

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।