সৈয়দ সাখাওয়াৎ
মনোসরোনীর বুকে বেজেছে ব্যাকুল কোন গান
তোমারই স্মৃতিচিহ্ন আলুথালু জীবনের পাশে–
পড়ে আছে–অগ্রহণে–লীন হয়ে যাওয়া বাতাসে
চির কুয়াশায় বুঝি হারিয়েছে সহজের ঘ্রাণ
পাথরের বুকে যেন খোদাই করে রেখেছে স্মৃতি–
যেখানে রাতের ছায়া নামে অন্ধকারে, গাঢ় হয়ে
আমি চেয়ে থাকি একা নীরবতার মাঝে দাঁড়িয়ে–
আমাদের ভাষাগুলো স্থবির, যেনবা দীর্ঘ যতি
অজানা গানের সুর ভেসে আসে বহুদূর থেকে
আর সেই স্মৃতিমগ্ন শরীরে জমে কেবল মাটি
হাওয়ায় ভেসে আসে–নিঃসঙ্গ শরীরের আর্তি–
ফিরে আসে, জলমগ্ন ভাষা হয়ে আমাদের চোখে
ভালোবাসা কেবলই গভীর কোন এক গহ্বরে–
সময় হয়নি তবু — কেন অযাচিত হাওয়ায়
বারবার কেঁপে ওঠে, কেন অবুঝ হৃদয় হায়
শুধু শুনি তার সুরে কতটা প্রহর ভেঙে পড়ে…
৩ জানুয়ারি ২০২৫