মরিচীকা

মরিচীকা

সৈয়দ সাখাওয়াৎ

অনেক রহস্য যেন, মৃতমুখ পাড়ি দিতে জানি
দেয়ালে ঝুলিয়ে রাখা শতাব্দীর একফালি রোদ
আরো দূর কুয়াশায়, বাসা বাঁধে একঝাঁক পাখি
নিয়ত পোড়ায় ঘাস, পুরনো ছায়ার ঘন শোক।

বলো আরো দূর পথ, কতটুকু আড় ভাঙে ছায়া?
শরবনে উঁকি দ্যায় ডাহুকের শোকময় মুখ
হারিয়ে প্রাচীন ঘর, মাছরাঙা পাখিদের নাম
শরীর গিয়েছে ঝরে- সেইসব নক্ষত্রের সাথে।

পড়ছি নারীর নাম, মেহেরুন ছায়া হয়ে থাকে
অসুখের নামলিপি মুছে হয় বিষণ্ণ শালিক
জোড়া পথের সিথান, দু’ফালি শরদের সুর
নিয়েছে ভাটির পথে আনকোড়া সরল দুপুর।

সকল জীবন থেকে ফিরে আসে সহজের ভয়
আনোখা সমুদ্রে যাবে? বলে ডাকে পরিযায়ী পাখি
অনন্ত নক্ষত্র রাতে সুরে তাই বলে যাই কথা
একান্ত শীতের নাম, লিখে রেখো “আদিম খাঁচা”।

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।