ক্রমাগত আত্মহত্যা

ক্রমাগত আত্মহত্যা

সৈয়দ সাখাওয়াৎ

বুকের ভেতর তবু ফোটে কেবল মন্থর ঘাস
শুকনো পাতার শব্দে ভাঙা মানুষের কোলাহল
ঝরে পড়ার ব্যাকুল শব্দ—নিদারুন অন্ধকারে—
ভেজা নিশ্বাস জমছে, পাথরভাঙা শূন্য প্লাবনে

তবু যেন অন্ধকার, তার বুকের পরে প্রবল—
শেষ রাত্রির মরাল আভায় এসে দাঁড়িয়েছিল
যেন এক দীর্ঘশ্বাস, পাথরের মতো স্তব্ধ এক—
সকাল এসে বসেছে পরস্পরের মুখের দিকে

যেসব স্বপ্নেরা কাছে আসে, ক্রমাগত আত্মহত্যা—
তাদেরকে মিথ্যে করে দ্যায়, সবকিছু দূরে ঠেলে
বুকের ভেতর মৃদু ঘাস তবু বেড়ে ওঠে দ্রুত
মৃত্যুসংবাদের মতো শীতল হয়ে ওঠে শরীর..

শরীরে জুড়েছে তাই, বিপুল আঁধার, অবসাদ
লেলিহান আগুনের শিখা জ্বলে জ্বলে ওঠে যেন
দরোজা-জানালাহীন হৃদয়ের অলিতে-গলিতে
যেন তাকে মেরে ফেলে—একাকী,বিষন্ন এই রাতে…

৪ ফেব্রুয়ারি ২০২৪

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।