হেই সামালো

হেই সামালো

সৈয়দ সাখাওয়াৎ

ভাতের গন্ধ নয়, আমার শরীরে শুধু মাটির সুঘ্রাণ
হাল চষি, ফলাই এ শুকনো বৃন্তে সোনার ফুল
তোমরা সেই ফুলে আলো করো, ক্ষুধা মিটাও
কড়াপড়া আঙুলে এখনও সেই দাগ লেগে আছে।

আমার শরীরে নেই শ্বেতসার, আমিষের বিপুল জমাট
ক্ষেতের আল ধরে শুধু হেঁটে যেতে জানি দীর্ঘ পথ
লাঙলে জোয়াল বাঁধি, আমার শরীর হয় ভারবাহী
মাটির সিথানে সিথানে নাম লিখে চলছি হাজার বছর।

এখন তুমি তা-ও কেড়ে নাও, শিল্পের সমরাস্ত্র সেতো মরণ চোখে
এ’শরীর আগুন হতে পারে, জ্বলে উঠতে পারে দাবানল তীব্র ক্রোধে!

৫ ফেব্রুয়ারি ২০১৬

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।