পৃষ্ঠা বদলের মতো যদি
পাল্টে যেত একটি জীবন,
তবে আকাশের সীমাহীনতায়
সমস্ত ক্লেদ আর গ্লানি
ধীরে ধীরে বিকিয়ে দিতে পারতাম।
কিন্তু পোশাক বদলানোর বদলে,
আমি কেবল দুঃখই বেছে নিলাম।
সমগ্র পুড়ে যাওয়া এই সন্ধ্যায়,
জানি, ফেরা হয় না কাঙ্ক্ষিত ছায়ায়।
হাড়ের ভেতরে এক অন্ধকার
শীতল চাদরে মুড়ে দেয় সারাটা বুক,
আর দুমড়ে-মুচড়ে ওঠে…
যেন ঘুমিয়ে থাকা ক্ষত,
প্রতি অন্ধকার বয়ে বেড়ানোর মতো!
তবুও খুঁজে ফেরা
বদলের ইতিহাস জানে খাঁচার পাখিটিও…
ভাঙনের সুরে, যে সঙ্গীত বাজে,
ভীষণ একা হয়ে ওঠা সন্ধ্যার বাতাসে
ওই পথে একা হেঁটে যাবো–
পোড়া সন্ধ্যায়, ভেতরে বিপুল অন্ধকার নিয়ে!