পৃথক জীবন

পৃথক জীবন

এ’কথা পাখিরাও জানে, প্রেম ফুরিয়ে গেলে–
মানুষের চোখের ভেতর কৃষ্ণপক্ষ রাত এসে ভীড় করে। বুকের ভেতর মুকুর ফোটা সন্ধ্যা কেবল
জলের স্রোতের মতো হারিয়ে যায়, এই দিকশূন্যপুরে। শীৎকারটুকু থাকে–অভ্যাসে।
পরস্পরের রহস্যধ্বনির ভেতর একটা আচানক রাত উড়ে আসে– গাঢ় আঁধারের মতো সেইসব রাত হয়ে ওঠে আত্মহত্যাপ্রবন। হননের দীর্ঘ পিপাসা নিয়ে ছুটে যায় ঘর থেকে ঘরে…অযাচিত আয়োজনে। কিছুটা পৃথক আবাস তাই ভালো। কিছুটা পৃথক জীবন। প্রতিটি বাক্য তাই পড়া হবে না, প্রতিটি অভিজ্ঞতা তাই রবে চির নতুন। প্রতি অঙ্গ জানুক তবে ভালোবেসে পুরনো হোক মৃত্যু; ভিন্ন জীবন দিক অনাদিকালের মোহময় সুর…

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।