সৈয়দ সাখাওয়াৎ
যখনই শুনি এই ভাঙা পথে তোমার ক্রন্দন
আমার হৃদয়ে বেজে ওঠে শেষ যাত্রার ধ্বনিরা
সূর্য ডুবে যায়, শুধু থাকে নিস্তব্ধতা, বিসর্জন
অশরীরী হয়ে ওঠো–যেন অনুজ্জ্বল এক তারা
এই অস্ফুট শব্দের ভার বইতে পারি না আর
এই ব্যর্থতা ক্রমশ আলাদা আলাদা করে শুধু
সকল দুয়ার খুলে পেতেছি ব্যথার সংসার–
তোমার অপ্রেমে শুধু আশঙ্কার বালি উড়ে ধূ ধূ…
এতটা ব্যাকুল তবে কে হয়েছিলো তারই সঙ্গে
কা’র হাত ছুঁয়ে ছিলো, আঁধারে হয়েছিলো বিলীন
কত বিরল হৃদয় কেঁপে ওঠে কত না বিহঙ্গে
অন্ধ চোখ তবু পুড়ে হয় মোমের শিখায় লীন
আনোখা হৃদয় তবু তোমার দিকেই যেতে চায়
তন্দ্রার ভেতর সেই গান যেন ফিরে ফিরে আসে
সুপ্তির আড়াল হতে কে তাকে এখনও বাঁচায়
কেন হৃদয়ের গান–এই অস্থিরতা ভালোবাসে…
১৩ মার্চ ২০২৪