সৈয়দ সাখাওয়াৎ
ক্রমশ হারিয়ে যাই–দোটানায়–আর্ত দুটি চোখে–
শতাব্দী প্রাচীন ইচ্ছে নিয়ে কতদূর যেতে পারি
তোমার ইচ্ছের কাছে নতজানু কথা বলে লোকে
কতটুকু জানি তার? লিখি বেদনার অক্ষরই–
তবু কেন ফিরে যাই? হয়ে উঠছি অসংলগ্ন?
তুমিও কি অন্ধ হলে? ঘন্টা বাজালে মনোমন্দিরে
এই ঘাসের শরীরে ইচ্ছেরা হয়ে উঠছে নগ্ন
জানি কোনদিন এই তরী ভিড়বে না কোন তীরে!
নিজের ছায়ার কাছে কতবার চেয়েছি ফিরতে
তোমার মুখ–আমাকে পোড়ায় শুধু–প্রতিনিয়ত
চোখ বন্ধ রাখি, তবু তুমি ফিরে আসো যাত্রাপথে
ভালোবাসাবাসি দিনে–আমি মরেছি প্রেমে–বস্তুত!
১৭ এপ্রিল ২০২৪