সেইসব ছায়া

সেইসব ছায়া

সৈয়দ সাখাওয়াৎ

আমি যদি এরকম ভুল হয়ে চলে যেতে পারি
নীরব মৃত্যুর মতো, ঠিকঠাক সবকিছু থেকে
ক্রমশ ভুলে যাওয়া স্মৃতি ও গ্লানির কাছাকাছি
যেখানে হারিয়ে যায়–ফেলে আসা পায়ের ছাপেরা
আরও দূরে, যেখানে প্রবল প্রবল বনস্পতি
অন্ধকার ক্রমাগত যেখানে হয় ভীষণ গাঢ়
যত নিহিত গোপন, জঙ্ঘার উত্তাপ থেকে দূরে
আরাধ্য কোন মুখের কাছে, এ’শব্দ ধ্বনিত হয়
তবে জেনো, হৃদয়ের গোপন আধার– তোমাকেই–
এই উষ্ণবিন্দু হয়ে– চেয়েছি স্পর্শের অধিকার
অথচ প্রতিটি ছায়া যেমন সূর্যের উল্টোপাশে–
এঁকে রাখে, তেমনই–তুমিও–সামনে বা পেছনে
চলে যাও, চলে যাও ছায়াকরী নদীর ওপারে
আর বুকের ভেতর সেইসব মগ্ন ঘাস
নিঃসঙ্গ নদীদের মত কুলকুল শব্দে বাজে
জানু পেতে বসে থাকি, তুমি যেন নিমগ্ন ঘাসের–
তুমি যেন বিস্মৃতির গান, নিসঙ্ক আঙুলবন
আমি সেইসব ছায়া আঁকতে চেয়ে যেন তোমাকে–
পূণরায় এঁকে ফেলি–দূরে–পাহারসারির মতো…

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।