সৈয়দ সাখাওয়াৎ
#
মুঠো ভর্তি অন্ধকার নিয়ে সন্ধ্যা চলে যায় যদি
স্মৃতির গহ্বরে যদি জমে ওঠে মগ্ন কোনো শীত
জানি অক্ষরে হারাবে সব, এই মর্মরে নিয়তি–
আলো থেকে অন্ধকারে বেজে যাবে বিষণ্ন সঙ্গীত
আমি তো বলেছি মেঘ– ওই নামে বৃষ্টি নামে যদি
যদিবা পুরনো হয়–পূনর্বার দেখবার ওম
মূহুর্ত হারিয়ে গেলে, কে তবে ফুরাবো অসঙ্গতি
এই দৃষ্টি বিনিময়, কথা নদী–অঙ্কুরোদগম
সকল গানে যেভাবে বেজে ওঠে শেষের সঞ্চারী
যেন বিলয়ের ছায়া নেমে আসে এ করুণ বুকে
ইচ্ছা যদি ভাষা পেতো, মুছে সকল অন্ধকারই
আঙুলের প্রতিভাষা বুঝে যেতো অমল ভাষাকে।