নিত্য তোমার ছায়ায়

নিত্য তোমার ছায়ায়

কী অসম্ভবে জুড়েছো প্রতি গন্তব্যের জলছবি
নিজেকে সাজাও কত কত প্রতিরূপ ভালোবেসে
অথচ সমগ্র এক যে তোমার ছায়াঘন বনে
নেমে আসে বিভাবরী, কূলহীন জলের প্রলয়ে
কিছুই নেই, তবুও কাছাকাছি বেঁচে থাকো তুমি
আর আমি, দূর কোনো পরবাসে নিদ্রা-জাগরণে
বাঁচি, শতাব্দী পুরনো গল্পের অবিকল অক্ষরে
দেখি; কে তোমার হাতে চুমু খায়, কাকে ছোঁবে তুমি
এবং ফেরারি স্মৃতি কার কাছে চুরি হয়ে যায়
এই শূন্য কলরব, ঠোঁটে ছুঁয়ে থাকা তীক্ষ্ণ হাসি
আমাকে জ্বালিয়ে রাখে, আমি তার ছায়া হয়ে থাকি
যেন ছড়িয়ে রয়েছ, আরো দূরের গৃহস্থালিতে
চিরচেনা পোষাকের আবরণ খুলে খুলে রেখে।

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Join the discussion

সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।