সৈয়দ সাখাওয়াৎ
সবকিছু ফুরিয়েছে? বলা হয়ে গেছে সব কথা?
অলকের বনে বনে নেমেছে এমন নীরবতা—
যেন কোনদিন এই পথে থামেনি তোমার গান
তাই পাতা উল্টে যাই—বুকে হাওয়ার অভিধান
শব্দগুলো ঝরে যায়, আরো ঝরে বিষন্ন আলাপ
—শিশিরের মতো চুপচাপ
বুকের ভেতর জল টেনে নেয় প্রবল পাথর
নীরবতা ছুঁয়ে থাকো—তুমি যেন দ্বিধার ঈশ্বর!
