আমি যেন ভুল করে তোমার দুয়ারে গেছি একা
অথচ সেদিন তুমি বলেছিলে, এ’প্রশ্ন জরুরী নয়
বরং এসো, এখন ভুলে যাই; পথ ধরে হাঁটি
যেখানে চৌরাস্তা পাবে, চলে যেও—চোখে নিয়ে নদী।
আমি তার দুই চোখে, হেঁটে হেঁটে ফিরে যাই ঘরে
সে-ও ফিরেছে ঠিকই, অতিদ্রুত নির্ভার জীবনে
যেখানে বিকেল শেষে, মৃদুস্বরে সন্ধ্যার বাতাসে—
কারো হাতে মুখছবি হয়ে ওঠে, প্রেমে-ভালোবেসে।
আমি তো সহজ মানি, জানি; দূরগামী এই বোধ
স্মৃতি হয়ে রবে শুধু, তবু কেন এমন দ্বিঘাত
জানি না ফুরাবে কবে, চোখে তবু প্রণয়ের নেশা
যেন সংঘর্ষে বেঁচে আছি —তবুও কোথাও নেই।
