নক্ষত্রের গোপন অসুখে— যদি ফুল ফোটে তবু পাথরের বুকের ভেতরে পাতার বাঁশিতে যদি এক সন্ন্যাসী গান গেয়ে ওঠে এই মৈথুন মন্ডলে দ্যাখেছি সন্ধ্যার বাতাসে, আমাদের হাতগুলো হয় আলাদা দূরে কোন স্বচ্ছ্ব জলের ভেতর যখন উঁকি দ্যায় বিষন্ন চাঁদ তখন যদি তুমি যদি ডেকে...
আবার এসেছ ফিরে, মাঝপথে কোজাগরী চাঁদ প্রিয় হয়ে ওঠো নারী—পৃষ্ঠাজুড়ে মুদ্রণ প্রমাদ জানি, বড় অসময়; তবু যে তুমি কাঁদো—বিভেদে মনে পড়ছে তোমায়, ক্ষয়িষ্ণু চাঁদের সংবাদে হয়তো তুমিও দ্যাখো, জানালায় উঁকি দিয়ে যাও ক্ষয়াটে চাঁদের সাথে সুর বদলে কান্না...
১. আমি হয়তো তোমার দিকেই যাচ্ছি তুমি আছো অন্য কোন লোকে তোমার দিকে ছোটাই এখন মোক্ষ তুমি কেন দুয়ার রাখো বন্ধ? বন্ধ দুয়ারে সিঁদ কেটে যাই আমি চোর ভাবছো? প্রেমিক কেন নয়? প্রেমিক বলে ভুল মানুষের ছায়ায় সাজাও তুমি ভিন্ন লোকালয়। আমি হয়তো তোমার দিকেই...
০১ যে শব্দ অপেক্ষা করে তাকে ভুলক্রমে হাতে নিয়ে— বসে আছি, সময়ের হিসাব ভুলে অন্ধের মতো দূরতম সম্পর্কের কাছে, কার হাত জেগে ওঠে তুমি তার ছায়া হয়ে ক্রমশ আড়ালে চলে যাচ্ছো এ’ দৃশ্যের ভার চোখ থেকে যেন ভেসে আসে নদী যেন শব্দকুঞ্জভার—তোমাকেও নিয়ে...