সৈয়দ সাখাওয়াৎ আমার নিয়তি তবু তোমার দিকেই হেঁটে যায়যদিও পাথর সারি গেঁথে গেঁথে উঠেছে দেয়ালবুকে বেহুলার ভার, গাইছে বিস্মৃতির ভাষায়যত দূরে যাই–ফিরে আসো তুমি–দুখের কাঙাল। যেহেতু পাইনি কাছে, তুমি আজো নতুন–কাঙ্ক্ষিতধূলার শরীরে তার...
সৈয়দ সাখাওয়াৎ হারিয়ে গিয়েছ তুমি, চলে গ্যাছো সম্ভাব্য উজানেনিশ্চিন্ত শরীরে; নিদ্রা ভেঙে অস্ফুট শব্দের টানেজানি না কোথায় ছিল—এমন সুতীব্র অনুভূতিলুকিয়ে রেখেছি যারে; একা—অপ্রকাশের মার্জিনে তৃষ্ণা বেড়েছে আরও—লুকোচুরি নিজেরই সাথেব্যর্থ এ আসা-যাওয়া...
সৈয়দ সাখাওয়াৎ একদিন আকাশও জেনে যায় জলেদের কথাবিপুল বৈভব নিয়ে ডুবে যায় বর্তুল পৃথিবীআসে দিন, আসে রাত–আরও গাঢ় এক শূন্যতাকোন এক ঘোরলাগা চোখে দ্যাখা বিমূর্ত সবইতখন নরম ঘাসে ভিজে যায় ভোরের শিশিরপাতাদের গ্লানি যেন ঝরে পড়ে অবাক আলোয়সবকিছু ভেঙে পড়ে...
সৈয়দ সাখাওয়াৎ আকাঙ্ক্ষা প্রবল জানি, জানি এ উন্মত্ত হাওয়ায়বুকের ভেতর যেন ধূ ধূ অন্ধকার মিশে যায়–আরও এক ভীষণ অন্ধকারে, অমা রাত্রি যেনসমস্ত শরীরে এসে ভর করে– বুঝি এখনও–সুর তার বিলয়ের পথ ধরে চলে গ্যাছে দূরেআর আমার বিষণ্ন চোখ সেই পথে...
সৈয়দ সাখাওয়াৎ যেদিন বলেছিলে অক্ষরে অক্ষরে অগ্রহণের কথাসেদিন জেনেছি ভালোবাসা কতটুকু আসন পেতেছিল হৃদয়ে আমার!জেনেছি–এইসব উষ্ণ হাহাকার, এইসব শব্দহীনতা মূলত সময় যখন হ্রস্ব হয়ে যায়–ফুরিয়ে যাওয়া আলোর সাথে ফুরায় কথার প্রণয়তাই অবিরাম এই কামনা...
সৈয়দ সাখাওয়াৎ আজ বৃষ্টিদিন, আজ ধুলোবালিহীন এলোচুলপ্রকাশের মানে জানে, ফুটতে থাকে হৃদয় ফুলনদী যেমন উজানে যায়, তুমিও সন্ধ্যার মুখেবিদায় বলেছি শুধু, বলেছি নীরব দুঃখকে–বরং কিছুটা ক্ষণ, নতুন পৃষ্ঠার মতো করেযতোটা পারি রাঙাই–হৃদয়ের ছেঁদরেখা...
সৈয়দ সাখাওয়াৎ যখনই শুনি এই ভাঙা পথে তোমার ক্রন্দনআমার হৃদয়ে বেজে ওঠে শেষ যাত্রার ধ্বনিরাসূর্য ডুবে যায়, শুধু থাকে নিস্তব্ধতা, বিসর্জনঅশরীরী হয়ে ওঠো–যেন অনুজ্জ্বল এক তারাএই অস্ফুট শব্দের ভার বইতে পারি না আরএই ব্যর্থতা ক্রমশ আলাদা আলাদা করে...
সৈয়দ সাখাওয়াৎ জানি—তোমার অন্ধকার একাকী আমার নয়—জানি; তোমার আলোকের দিনগুলো নয় কেবল আমারইতবুও তো মেঘ জাগে—বুকে জাগে মাতাল অস্বস্তিএই যে তোমাকে না পেয়ে—এখনো রাত্রি ফোটেতারাপুঞ্জের ভেতর গেয়ে ওঠে ব্যাকুল পৃথিবীইট-পাথরের শহরে সহসা নেমে আসে সসব্যস্ত...
সৈয়দ সাখাওয়াৎ সবকিছু ভুলে যাবো, বসন্তের আনকোরা রূপেফাল্গুনে রোদ জমাবো–মায়া জমে কোন অভিশাপে? তবুও রোদের ছায়া–তবু স্মৃতি এতোটা পোড়ায়ইচ্ছের মাশুল দিতে, এখনো তোমার দিকে যায় কী হয় অপর পাশে, গোলাপ কি কেঁপে ওঠে আজো?প্রতিদিন ফিরে...