শহরজুড়ে মৃত্যুর ছায়া, ভীরু মানুষের মুখে–
রাত বুঝি থেমে গ্যাছে, রক্তচিহ্ন পতাকা শরীরে
মৃতদের দেহগুলো চিরস্থায়ী ক্ষতের সহগে
এঁকে যায় মানচিত্র, নিস্পৃহতার চির গহ্বরে।
আমরা যেনবা বেঁচে আছি এই অস্থির সময়ে
জীবিতের প্রয়োজন মেনে, অন্ধ হয়ে বসে আছি
শুকনো পাতার মতো পড়ে আছি মাথাগুঁজো হয়ে
এরচেয়ে বেশি নয়–নয় মানুষের কাছাকাছি!
আমাদের রাতঘুম, খিদের মৌসুম শেষ করে–
যোনিপ্রেম-মোহ জলে মানুষ ফিরেনি এ’অবধি
কতটা বিফল আজ দেহগুলো মৃতের ওপারে
নাড়িছেঁড়া ধন যার–তার কান্না জমে নিরবধি।
sei bhai sei