এই মৃতের গহ্বরে

এই মৃতের গহ্বরে

শহরজুড়ে মৃত্যুর ছায়া, ভীরু মানুষের মুখে–
রাত বুঝি থেমে গ্যাছে, রক্তচিহ্ন পতাকা শরীরে
মৃতদের দেহগুলো চিরস্থায়ী ক্ষতের সহগে
এঁকে যায় মানচিত্র, নিস্পৃহতার চির গহ্বরে।
আমরা যেনবা বেঁচে আছি এই অস্থির সময়ে
জীবিতের প্রয়োজন মেনে, অন্ধ হয়ে বসে আছি
শুকনো পাতার মতো পড়ে আছি মাথাগুঁজো হয়ে
এরচেয়ে বেশি নয়–নয় মানুষের কাছাকাছি!
আমাদের রাতঘুম, খিদের মৌসুম শেষ করে–
যোনিপ্রেম-মোহ জলে মানুষ ফিরেনি এ’অবধি
কতটা বিফল আজ দেহগুলো মৃতের ওপারে
নাড়িছেঁড়া ধন যার–তার কান্না জমে নিরবধি।

সৈয়দ সাখাওয়াৎ
Written by
সৈয়দ সাখাওয়াৎ
Leave a Reply to banesa begum Cancel reply

1 comment
সৈয়দ সাখাওয়াৎ
সৈয়দ সাখাওয়াৎ

সৈয়দ সাখাওয়াৎ

জন্ম ৮ আগস্ট ১৯৭৮; চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর।